Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

১। সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ কোর্স ঃ নতুন নীতিমালা অনুযায়ী সংস্থার ৪ (চার) মাস মেয়াদী এ প্রশিক্ষণ কোর্স এর বর্তমানে ৭৯ তম ব্যাচে প্রশিক্ষ্ণ প্রদান করা হচ্ছে । এ কর্মসূচীতে একটি সিলেবাসের মাধ্যমে হাতের ও মেশিনের এমব্রয়ডারী,কাটিং ও সেলাই প্রশিক্ষণ দান করা হয়।প্রশিক্ষণার্থীর সংখ্যা সকাল ব্যাচে ১৫ জন ,বিকাল ব্যাচে ১৫ জন ,মোট ৩০ জন। প্রশিক্ষণের সময়. সকাল শিফট- সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২ঃ৩০ মিনিট পর্যন্ত এবং বিকাল শিফট - বিকাল ১ঃ৩০ মিনিট থেকে ৪ঃ৩০ মিনিট পর্যন্ত। প্রশিক্ষণার্থীদের উপস্থিতি অনুযায়ী দঈনিক ১০০/- (একশত) টাকা হারে হাজিরা ভাতা প্রদান করা হয় । এ কোর্সের আওতায় এ  যাবত মোট প্রশিক্ষণ সমাপ্তকারীর সংখ্যা ১৩৭৮ জন ।